প্রতিষ্ঠানের ইতিহাস

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র ১৯৭২ সালে করিম উদ্দিন পাবলিক কলেজটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন জাতীয় পরিষদের সদস্য ও মহান মুক্তিযুদ্ধেরে ৬ নং সেক্টরের অন্যতম সংগঠক আলহাজ্ব করিম উদ্দিন আহমেদ অত্র অঞ্চলের উচ্চ শিক্ষা প্রসারের লক্ষ্যে জনগনকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। সে সময় থেকে অত্র এলাকার সর্বস্তরের শিক্ষার্থীরা নিজ বাড়িতে থেকে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ পাচ্ছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক পযার্য়ে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শাখা বিএমটি, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) ১১টি বিষয়সহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ও বিএ/ বিএসএস প্রোগ্রামের স্টাডি সেন্টার এবং টিউটোরিয়াল কেন্দ্র পরিচালিত হয়ে আসছে।

প্রতিষ্ঠানটি লালমনিরহাট জেলার একাডেমিক, প্রশাসনিক, জাতীয় দিবসগুলো উৎযাপন, শিক্ষার্থীদের জ্ঞান, ক্রীড়া ও সংস্কৃতিক তৎপরতা, অভ্যন্তরীন শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার জন্য ক্যাম্পাস আজ মেধাবী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৫০০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। অত্র প্রতিষ্ঠানের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী সরকারের বিভিন্ন দপ্তরে উচ্চ পদে কর্মরত রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ এমপি অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও দাতা সদস্য। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রেরিত পত্রের স্মারক নং ০৩.০০১.০০০.০০.০১.২০১৬-৩২ তারিখ ২৮/০৬/২০১৬ খ্রিঃ মোতাবেক কলেজটিকে জাতীয় করণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি পাওয়া যায়। পরবর্তীতে শিক্ষা মন্ত্রনালয়ের স্মারক নং ৩৭.০০.০০০০.০৭০.০০২.০০৪.২০১৮-৮৩ তারিখ ১২/০৮/২০১৮ খ্রীঃ মোতাবেক ০৮/০৮/২০১৮ খ্রীঃ তারিখ হতে কলেজটি জাতীয়করণ করা হয়।

সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজটি বর্তমান শিক্ষাবান্ধব সরকারের ভিশন ও স্মার্ট বাংলাদেশ বির্নিমানে,উন্নত জাতি গঠনে সর্বোপরি স্বাধীন বাংলাদেশের স্থাপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের “সোনার বাংলা গড়ার” সহায়ক হবে।