অধ্যক্ষের বাণী

১৯৭২ সালে প্রতিষ্ঠিত সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজটি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গৌরবদীপ্ত ও আলোকোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। অবহমান কাল থেকে মানুষ প্রকৃতি থেকে যে জ্ঞান আহরণ করে তার আরেক নাম শিক্ষা। শিক্ষা তার নিজস্ব গতিতে চলছে। যুগের পরিবর্তন প্রেক্ষাপটে শিক্ষা হয়ে ওঠেছে প্রতিদ্বন্বিতামুখর। প্রতিদ্বদ্বিতামুখর শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অপরিসীম। এর প্রেক্ষিতেই প্রতিষ্ঠিত হয়েছে সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ। এই কলেজ সে পথে যাত্রা শুরু করে উচ্চ মাধ্যমিক ( বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) শাখা, উচ্চ মাধ্যমিক (বিএমটি), ডিগ্রি (পাশ) কোর্স (বিএ/ বিএসএস/ বিবিএস/ বিএসসি), অনার্স (বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবস্হাপনা, হিসাব বিজ্ঞান) বিষয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল কেন্দ্র হিসেবে যে সুফল পেতে শুরু করেছে, তার নজির বিগত বছরগুলোর ফলাফল। ভালো ফলাফলের অর্জনের পাশাপাশি জাতীয় দিবসগুলো উৎযাপন, শিক্ষার্থীদের জ্ঞান, ক্রীড়া ও সংস্কৃতিক তৎপরতা, অভ্যন্তরীন শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার জন্য ক্যাম্পাস আজ মেধাবী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। শুরু থেকেই সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ শিক্ষার্থী, অভিভাবকমহল ও শিক্ষকদের যে সহযোগিতা পেয়েছে ভবিষ্যতেও পাবে বলে আমার বিশ্বাস।