সম্পাদকের বাণী

স্বাধীনতা উত্তর পিছিয়ে পড়া এ জনপদের সাধারণ খেটে খাওয়া মানুষের শিক্ষার কথা চিন্তা করে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,রাজনীতিবিদ,সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব করিম উদ্দিন আহমেদ ১৯৭২ সালে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সাফল্যের সাথে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা) শাখা, উচ্চ মাধ্যমিক(বি এম টি), ডিগ্রী (পাস) কোর্স (বিএ/বি এস এস/বি এস সি/বি বি এস) সম্মান কোর্স- বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভূগোল, ও পরিবেশ, মনোবিজ্ঞান, অর্থনীতি, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিষয় এবং বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে কলেজটি ৮৭ (সাতাশি) জনের একঝাক তরুন ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী তাদের সৃজনশীল চিন্তাশক্তি দিয়ে শিখন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি আশা করি এ অঞ্চলের সাধারণ মানুষের ছেলে-মেয়ে এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে ব্যক্তি জীবন তথা দেশ ও জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখবে।